ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

রাজনীতি

বিএনপিকে ২০২৪ সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৮ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৫
বিএনপিকে ২০২৪ সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে সৈয়দ মোদাচ্ছের আলী

ঢাকা: বিএনপিকে ২০২৪ সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর সাবেক স্বাস্থ্য উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী।

শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে বঙ্গবন্ধু এভিনিউয়ে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের এক বিক্ষোভ সমাবেশে এ কথা জানান।

সংগঠনটির চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর বাসা ও কার্যালয়ে ককটেল হামলার প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করে তারা।

বিএনপির উদ্দেশে সৈয়দ মোদাচ্ছের আলী বলেন, আপনারা চান আর না চান আগামী ২০২৪ সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। শেখ হাসিনা যেভাবে উন্নয়ন করছেন, তাতে ২০১৯ সালে কী হবে সেটা বলার অপেক্ষা রাখে না। বোমাবাজি করে কিছু করতে পারবেন না।

যুবলীগের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আমি আপনাদের বলছি, ২০২৪ সাল পর্যন্ত জাগ্রত থাকুন। বিজয় আমাদের হবেই।

ইসমাঈল চৌধুরী সম্রাটের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ।

অন্যদের মধ্যে আরও বক্তব্য দেন যুবলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, প্রেসিডিয়াম সদস্য শহীদ সেরনিয়াবাত, মুজিবুর রহমান চৌধুরী, ফারুক হোসেন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭৩৯ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৭

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।