ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

রাজনীতি

চাঁপাইনবাবগঞ্জে গান পাউডারসহ শিবির নেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪২ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৫
চাঁপাইনবাবগঞ্জে গান পাউডারসহ শিবির নেতা আটক ছবি: প্রতীকী

চাঁপাইনবাবগঞ্জ: বিজিবির অভিযানে বিপুল পরিমাণ গান পাউডার উদ্ধারের কয়েক ঘণ্টার ব্যবধানে শিবিরের এক নেতাকে গান পাউডারসহ আটক করা হয়েছে।

শনিবার দুপুরে এক সহযোগী ও ১৫০ গ্রাম গান পাউডারসহ তাকে আটক করে র‌্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প সদস্যরা।



আটকরা হলেন, সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়নের রেহায়চর গ্রামের মন্তাজ উদ্দিনের ছেলে ১৩নং ওয়ার্ড শিবিরের সভাপতি ইমরান আলী (২০) ও তার সহযোগী লক্ষ্মীপুর গ্রামের শাহজাহান আলীর ছেলে মাসুম আলী।

র‌্যাব সূত্র জানায়, দুপুর দেড়টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘরিয়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে শিবির নেতা ইমরান আলী ও তার সহযোগী মাসুম আলীকে একটি কাপড়ের ব্যাগসহ আটক করে র‌্যাব। পরে তার ব্যাগে তল্লাশি চালিয়ে ১৫০ গ্রাম গান পাউডার পাওয়া যায়।

র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প কমান্ডার মেজর কামরুজ্জামান পাভেল বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, আটকদের র‌্যাব ক্যাম্পে এনে জিজ্ঞাসাবাদ চলছে। সদর থানায় থানায় তাদের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা করা হবে।

এর আগে সকাল ৮টার দিকে জহুরপুর টেক মাঠ এলাকা থেকে ১৫ কেজি ৭০০ গ্রাম গান পাউডার উদ্ধার করেছে বিজিবি।

বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।