ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

রাজনীতি

বগুড়ায় থানার সামনে ককটেল বিস্ফোরণ, আ’লীগের মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২১ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৫
বগুড়ায় থানার সামনে ককটেল বিস্ফোরণ, আ’লীগের মিছিল বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: বগুড়া সদর থানার সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে অবরোধ সমর্থকরা। তবে এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ।

 

শনিবার (১৭ জানুয়ারি) দুপুর ৩টার দিকে সদর থানা ও আকবরিয়া হোটেলের মাঝামাঝি সড়কে একটি ককটেল বিস্ফোরণ ঘটায় অবরোধ সমর্থকরা।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।   

ককটেল বিস্ফোরণের শব্দে আতঙ্কে পুরো নিউ মার্কেট এলাকার দোকানপাট সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও কাউকে আটক করতে পারেনি।

এদিকে, বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা অনির্দিষ্টকালের অবরোধের বিরুদ্ধে মিছিল ও সমাবেশ করেছে বগুড়া জেলা আওয়ামী লীগ।

সকাল থেকেই নেতাকর্মীরা জেলা শহরের সাতমাথার টেম্পল রোড দলীয় কার্যালয়ের সামনে জড়ো হতে থাকে। পরে দুপুর সাড়ে ১২টার দিকে দেশজুড়ে হরতাল-অবরোধে চলা ভাঙচুর ও নাশকতার প্রতিবাদে একটি মিছিল বের করে তারা। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এরপর অনুষ্ঠিত হয় সমাবেশ।

জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক মজিবর রহমান মজনু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আসাদুর রহমান দুলু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাকির হোসেন নবাব, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাগর কুমার রায়, যুবলীগ নেতা আমিনুল ইসলাম ডাবলু, যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক ডালিয়া নাসরিন রিক্তা, শহর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক সুলতান মাহমুদ খান রনি, জেলা ছাত্রলীগের সভাপতি আল রাজি জুয়েল, সাধারণ সম্পাদক মাশরাফি হিরো প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা,  জানুয়ারি ১৭,  ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।