ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

রাজনীতি

রাজশাহীতে হরতালের সমর্থনে মিছিল, ককটেল বিস্ফোরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৫ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৫
রাজশাহীতে হরতালের সমর্থনে মিছিল, ককটেল বিস্ফোরণ ছবি : ফাইল ফটো

রাজশাহী: টানা ৩৬ ঘন্টা হরতালের সমর্থনে রাজশাহীতে মিছিল করেছে হরতাল সমর্থকরা। এসময় তারা দু’টি ককটেলের বিস্ফোরণও ঘটায়।



রোববার (১৮ জানুয়ারি) থেকে রাজশাহী বিভাগের ৮ জেলায় এ হরতাল শুরু হবে।  

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মহানগরীর সোনাদীঘি মোড়ে হরতালের সমর্থনে মিছিল বের করে পিকেটিংয়ের চেষ্টা করে হরতাল সমর্থকরা। এ সময় তারা রাস্তায় ইটপাটকেল ভাঙচুর ও দু’টি ককটেলের বিস্ফোরণ ঘটায়। তবে কয়েক মিনিটের মধ্যেই সেখানে পুলিশ হাজির হলে পিকেটাররা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় এবং ওই সময় রাস্তা ফাঁকা হয়ে যায়।

মহনগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর হোসেন খন্দকার জানান, ‘ওরা কোনো স্লোগান দেয়নি। পিকেটিং শুরুর সঙ্গে সঙ্গেই তারা দু’টি ককটেল বিস্ফোরণ ঘটায়। এ সময় পুলিশ ধাওয়া দিলে হরতাল সমর্থকরা পালিয়ে যায়। পুলিশ তাদের কোনো চেহারাই দেখতে পায়নি। ’

চাঁপাইনবাবগঞ্জে ‘বন্দুকযুদ্ধে’ ছাত্রদল নেতা নিহত হওয়ার ঘটনার প্রতিবাদে রোববার ভোর ৬টা থেকে বিভাগের ৮ জেলায় ৩৬ ঘন্টার হরতালের ডাক দিয়েছে ২০ দলীয় জোট। বৃহস্পতিবার দিনগত রাত সাড়ে ৩টার দিকে শিবগঞ্জের কানসাটে ‘বন্দুকযুদ্ধে’ ছাত্রদল নেতা মতিউর রহমান নিহত হন। এ সময় ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করে র‌্যাব।
 
** রাজশাহীতে রোববার ৮ জেলায় হরতাল

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।