শেরপুর (বগুড়া): ২০ দলীয় জোটের রাজশাহী বিভাগে ডাকা ৩৬ ঘণ্টার হরতাল ও অনির্দিষ্টকালের অবরোধের সমর্থনে বগুড়ার শেরপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ জানুয়ারি) বিকেল সোয়া ৫টায় শহরের বাসস্ট্যান্ডে উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে ২০ দলীয় জোটের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের হয়।
মিছিলটি স্থানীয় গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে বগুড়া জেলা বিএনপির উপদেষ্টা ও শেরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক জানে আলম খোকার সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বিএনপি নেতা পিয়ার হোসেন পিয়ার, বিএইচএম কামরুজ্জামান রাফু, শাহ আলম পান্না, আব্দুল বারী, হাসানুল মারুফ শিমুল, সালমা ইসলাম শেফা, আশরাফুল আলম, জামায়াত নেতা আফছার উদ্দিন আহমদ, রেজাউল করিম বাবলু, নাজমুল হক, আব্দুল হক, কৃষকদল নেতা সফিকুল ইসলাম, যুবদল নেতা আবু রায়হান, কেতাব আলী প্রমুখ বক্তব্য রাখেন।
বাংলাদেশ সময়: ১৯৫৮ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৫