ভোলা: ভোলায় অটোরিকশা ও মোটরসাইকেল ভাঙচুর ও এবং ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।
শনিবার সন্ধ্যার পর থেকে এ ঘটনায় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সূত্র জানায়, রোববার বরিশাল বিভাগে ২০ দলের হরতাল রয়েছে। ওই হরতালে নাশকতার আশঙ্কায় ভোলা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. ফারুক মিয়াকে বিকেলে আটক করে পুলিশ। এতে দলীয় নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
পরে সন্ধ্যায় শহরের বিভিন্ন এলাকায় একের পর এক ককটেল ও হাতবোমার বিস্ফোরণ ঘটে। এছাড়া সড়কে তিনটি অটোরিকশা ও দুইটি মোটরসাইকেলসহ বেশ কয়েকটি রিকশা ভাঙচুর করা হয়। তবে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই পালিয়ে যায় ভাঙচুরকারীরা।
এদিকে, হরতালে অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় শহরের গুরুত্বপূর্ণ এলাকায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে।
ভোলার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মনিরুজ্জামান বাংলানিউজকে জানান, নাশকতা ও সহিংস ঠেকাতে পাঁচ শতাধিক পুলিশ মোতায়েন রয়েছে। এছাড়া সাদা পোশাকের পুলিশ ও গোয়েন্দা তৎপরতা বৃদ্ধির পাশাপাশি মাঠে থাকবে র্যাব।
বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৫