ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

রাজনীতি

আগুনে ঘি না ঢেলে নির্বাচন দিতে বললেন অলি

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৭ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৫
আগুনে ঘি না ঢেলে নির্বাচন দিতে বললেন অলি কর্নেল (অব.) অলি আহমদ

ঢাকা: আগুনে ঘি না ঢেলে বিশৃঙ্খলা সৃষ্টি না করে সব দলের অংশগ্রহণে নির্বাচন দিতে সরকারের প্রতি আহ্বান ‍জানিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ।

শনিবার (১৭ ‍জানুয়ারি) তার প্রেসসচিব সালাহ উদ্দিন রাজ্জাক স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।



অলি বলেন, আগুনে ঘি না ঢেলে বিশৃঙ্খলা না বাড়িয়ে সকলের অংশগ্রহণে নির্বাচনের ব্যবস্থা করুন। দেশে শান্তি প্রতিষ্ঠা করুন।

তিনি অভিযোগ করেন, বর্তমান সরকার পরিচালনার দায়িত্ব নিয়েছেন তিন ব্যক্তি- বিজিবি প্রধান, পুলিশ প্রধান এবং ৠাবের প্রধান। তারাই এখন প্রকাশ্যে জাতীয় সম্প্রচার মাধ্যমে গুলি চালানোর হুকুম এবং ভয়ভীতি প্রদর্শনের দায়িত্ব নিয়েছেন। আমি মনে করি তাদের এ ধরনের বক্তব্য অনাকাঙ্ক্ষিত এবং উস্কানিমূলক।

কর্নেল (অব.) অলি দাবি করেন, এতে হয়তো সমস্যা আরও বৃদ্ধি পাবে। তবে, আন্দোলন আরও তীব্র থেকে তীব্রতর হবে। কারণ এখন আন্দোলনের দায়িত্ব গ্রহণ করেছে দেশের সাধারণ মানুষ ও ২০ দলীয় জোটের মাঠ পর্যায়ের নেতাকর্মীরা।

তিনি বলেন, বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘনের ব্যাপারে জাতিসংঘ যে উদ্বেগ প্রকাশ করেছে, একজন স্বাধীনতা যুদ্ধের সৈনিক হিসেবে আমি সেটাকে সাধুবাদ জানাই। বাংলাদেশের ১৬ কোটি মানুষ এবং সমগ্র পৃথিবীর শান্তিকামী মানুষ এখন উদ্বিগ্ন। কারণ দেখা মাত্র গুলির নির্দেশ, গণগ্রেফতার, নির্যাতনসহ সামাজিক বিশৃঙ্খলা অতীতের সব রেকর্ড ভঙ্গ করেছে। বিষয়টি নিয়ে সবাই শঙ্কিত ও আতঙ্কিত।

তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে ১৯৯৬ সালে যখন আওয়ামী লীগ জামায়াতকে সঙ্গে নিয়ে আন্দোলনের নামে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল তখন সরকারি দল হিসেবে বিএনপি ১৯৯৬ সালের ৩০ মে সংসদ ভেঙে দিয়ে মন্ত্রিপরিষদ থেকে পদত্যাগ করে দেশে শান্তি প্রতিষ্ঠার জন্য নির্বাচনের ব্যবস্থা করেছিল। কারণ দেশের ক্রান্তিলগ্নে সরকারি দলকেই বেশি ভূমিকা পালন করতে হয়।

এলডিপি প্রেসিডেন্ট আশা প্রকাশ করে বলেন, আমাদের সকলের উচিত উস্কানিমূলক বক্তব্য থেকে বিরত থেকে সমস্যা সমাদানের পথ বের করা, দেশে শান্তি ফিরিয়ে আনা।

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।