সিলেট: সিলেটে সমাবেশ করেছে স্বেচ্ছাসেবক ও ছাত্রদল নেতাকর্মীরা। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে ‘অবরুদ্ধ’ রাখা, তারেক রহমানের বিরুদ্ধে ‘ষড়যন্ত্র’ এর প্রতিবাদে শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে নগরীর বন্দরবাজার রংমহল পয়েন্টে বিক্ষোভ পূর্ববর্তী এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহসভাপতি অ্যাডভোকেট সামসুজ্জামান জামান বলেন, দেশ ও জাতিকে মুক্ত করতে খালেদা জিয়ার নেতৃত্বে জনগণ রাজপথের আন্দোলনে ঝাপিয়ে পড়েছে। ঠিক সে মুহূর্তে বিজিবি, পুলিশ ও র্যাব প্রধানরা প্রজাতন্ত্রের কর্মচারী হয়ে জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন।
তিনি বলেন, পিলখানায় যখন বাংলাদেশের চৌকস সেনা কর্মকর্তাদেরকে ন্যাক্কারজনকভাবে হত্যা করা হয়, তখন উনারা কোথায় ছিলেন? বর্তমান প্রশাসনের ওই বাহাদুর কর্মকর্তাদের মধ্যে যদি দেশপ্রেম থাকতো, তাহলে সেদিন পিলখানায় নারকীয় হত্যাযজ্ঞ চালানো সম্ভব হতো না।
সামসুজ্জামান বলেন, সীমান্তে আগ্রাসন রুখতে ব্যর্থ হয়ে যারা নিজ দেশের নিরীহ জনতার উপর গুলি ছোঁড়ে বাহাদুর সাজতে চান, তাদের চোখ রাঙানিকে জনগণ ভয় পায় না। জনতা জেগে উঠেছে। বিজয় অবশ্যম্ভাবী।
সমাবেশ থেকে অবিলম্বে ইলিয়াস আলীকে ফিরিয়ে দেওয়ার দাবি জানানো হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক আজমল হোসেন রায়হান। ছাত্রদল নেতা ও ইলিয়াস মুক্তি ছাত্র সংগ্রাম পরিষদের যুগ্ম আহ্বায়ক আব্দুল কাইয়ুমের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন- জেলা তাতীদলের সাংগঠনিক সম্পাদক সৈয়দ জয়নুল হক, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুস সহিদ।
বাংলাদেশ সময়: ২০৪২ ঘন্টা, জানুয়ারি ১৭, ২০১৫