ঢাকা: দলের চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরানকে রিমান্ডে নেওয়ার প্রতিবাদ ও তার নিঃশর্ত মুক্তি দাবিতে সোমবার (১৯ জানুয়ারি) সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে লেবার পার্টি।
শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের মহাসচিব হামদুল্লাহ আল মেহেদী এ হরতাল কর্মসূচি ঘোষণা করেন।
সংবাদ সম্মেলনের অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দলের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ফারুক রহমান, যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট আমিনুল ইসলাম রাজু, হিন্দুরত্ন রামকৃষ্ণ সাহা, ঢাকা মহানগর শাখার আহ্বায়ক শামসুদ্দিন পারভেজ, সদস্য সচিব মাহমুদ খান, কেন্দ্রীয় প্রচার সম্পাদক আবদুর রহমান খোকন, যুব ফোরাম সভাপতি হুমায়ুন কবির, মহিলা ফোরাম সভাপতি শামীমা চৌধুরী, ছাত্র ফোরাম সভাপতি কামরুল ইসলাম সুরুজ, সাধারণ সম্পাদক জাবের হোসেন প্রমুখ।
হামদুল্লাহ আল মেহেদী বলেন, মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন অভিযোগে লেবার পার্টির চেয়ারম্যানকে গ্রেফতার ও রিমান্ডে নেওয়া হয়েছে। এটা মানবাধিকার ও আইনের শাসনের পরিপন্থি।
তিনি অবিলম্বে ডা. ইরানকে নিঃশর্ত মুক্তি দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে সরকারের প্রতি আহ্বান জানান।
বাংলাদেশ সময়: ২১৩২ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৫