মৌলভীবাজার: মৌলভীবাজারে পুলিশের ওপর হামলার ঘটনায় মো. সোওখত আহমদ নামে ছাত্রদলের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় শহরের কাজিরগাঁও এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
মো. সোওখত আহমদ ওই এলাকার মৃত আব্দুর রহিমের ছেলে ও জেলা ছাত্রদলের যোগাযোগ সম্পাদক।
মৌলভীবাজার মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. আবুল হাসেম বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, গত ৫ জানুয়ারি পুলিশের সঙ্গে সংঘর্ষর ঘটনায় তাকে গ্রেফতার করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২২০২ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৫