গুলশান কার্যালয় থেকে: সরকার যতক্ষণ পর্যন্ত জনগণের ভোটের অধিকার ফিরিয়ে না দেবে, ততক্ষণ পর্যন্ত আন্দোলন থেকে ফিরে আসার কোনো উপায় নেই বলে জানিয়েছেন খালেদা জিয়া।
শনিবার (১৭ জানুয়ারি) রাতে গুলশান কার্যালয়ে খালেদা জিয়ার সঙ্গে দেখা করে বেরিয়ে যাওয়ার সময় এমকে আনোয়ার সাংবাদিকদের এ কথা জানান।
খালেদা জিয়া বিএনপির নেতা-কর্মীদের জন্য কোনো মেসেজ দিয়েছেন কি-না?- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, মেসেজ তো একটাই, এই অবৈধ সরকার জনগণের যে রাজনৈতিক ও ভোটের অধিকার হরণ করেছে, তা ফিরিয়ে না দেওয়া পর্যন্ত জনগণের আন্দোলন চলবে। এ আন্দোলন থেকে ফিরে আসার কোনো উপায় নেই।
১৯ জানুয়ারি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে বিএনপি কোনো কর্মসূচি পালন করবে কিনা- এমন প্রশ্নের জবাবে এমকে আনোয়ার বলেন, এ দিনটি উপলক্ষে প্রতি বছরই আমরা কিছু অনুষ্ঠান পালন করি। এবার খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রাখায় অনুষ্ঠান করার সুযোগও অবরুদ্ধ হয়ে পড়েছে। তারপরও দলের পক্ষ থেকে সীমিত পরিসরে হলেও দিনটি পালন করা হবে।
জাতিসংঘের মানবাধিকার কমিশনের বিবৃতি সম্পর্কে বিএনপির প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, জাতিসংঘের কাজ জাতিসংঘ করবে। এ ব্যাপারে আলাদাভাবে আমাদের বলার কিছু নেই।
সরকারের কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তার দেওয়া বক্তব্যে উদ্বেগ প্রকাশ করে সাবেক এই আমলা বলেন, আইন-শৃঙ্খলা রক্ষা করার জন্য কিছু সরকারি কর্মকর্তা আছেন। তারা আজ রাজনৈতিক নেতাদের মতো বক্তব্য দিতে শুরু করেছেন। এটা দেশের জন্য একটা কলঙ্কজনক অধ্যায়। আমরা আশা করবো, তারা জনগণের বিরুদ্ধে এ ধরনের বক্তব্য দেওয়া থেকে বিরত থাকবেন।
তাদের যদি রাজনীতি করার খায়েশ থাকে তাহলে গায়ের উর্দি খুলে ফেলে জনগণের কাতারে এসে রাজনীতি শুরু করুক। আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্বে থেকে আপনারা জনগণকে ভয়ভীতি দেখাবেন, দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দলের চেয়ারপারসন খালেদা জিয়া সম্পর্কে আপত্তিকর বক্তব্য দেবেন, জনগণ সেটা মেনে নেবে না। বলেন এমকে আনোয়ার।
খালেদা জিয়ার সর্বশেষ অবস্থা সম্পর্কে তিনি বলেন, গত ১৫ দিন ধরে এই কার্যালয়ে তাকে অবরুদ্ধ করে রাখা হয়েছে। তার স্বাভাবিক চলাফেরায় বাধা দেওয়া হচ্ছে। তিনি একবার মাত্র বের হওয়ার উদ্যোগ নিয়েছিলেন, কিন্তু পুলিশ তার ওপর নিষিদ্ধ পেপার স্প্রে করে। সে অবস্থা থেকে কাটিয়ে উঠতে ওনার অনেক সময় লেগেছে। তবে আজ তাকে আমি অনেকটা সুস্থ দেখেছি। তার মনোবল অত্যন্ত দৃঢ় আছে।
বংলাদেশ সময়: ২২১৬ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৫