ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

রাজনীতি

কানাইঘাটে গাড়িতে আগুন, আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৭ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৫
কানাইঘাটে গাড়িতে আগুন, আটক ২

সিলেট: সিলেটের কানাইঘাটে পিকআপ ভ্যান ও একটি হিউম্যান হলারে (লেগুনা) অগ্নিসংযোগ করেছে অবরোধ সমর্থকরা। এ ঘটনায় দুই শিবিরকর্মীকে আটক করেছে পুলিশ।



শনিবার (১৭ জানুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার কুওয়েরমাটি এলাকায় এ ঘটনা ঘটে। তবে তাদের নাম-পরিচয় জানাতে অপরাগতা জানায় পুলিশ।  

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত নয়টার দিকে শিবিরকর্মীরা একটি পিকআপ ভ্যান এবং একটি লেগুনায় পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে আশপাশের লোকজন আগুন নেভায়। তবে কোনো আহত হওয়ার ঘটনা ঘটেনি।

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আউয়াল চৌধুরী বাংলানিউজকে জানান, অবরোধের সর্মথনে জামায়াত-শিবির এ ধরনের কর্মকাণ্ড করছে। এ ঘটনায় ঘটনাস্থল থেকে দুই শিবিরকর্মীকে আটক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০০০৮ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।