ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

রাজনীতি

খালেদার কার্যালয়ে ফের তালা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৫ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৫
খালেদার কার্যালয়ে ফের তালা বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ের প্রধান ফটকে ফের তালা ঝুলিয়ে দিয়েছে পুলিশ।

শনিবার (১৭ জানুয়ারি) দিনগত রাত ১২টা ৪০টা মিনিটে মূল ফটকের বাইরে থেকে তালা লাগিয়ে দেওয়া হয়।



এর আগে সর্বশেষ ১২ জানুয়ারি গুলশানের ৮৬ নম্বর সড়কের ৬ নম্বর এই বাড়ির ফটকের তালা খুলে দেয় পুলিশ।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সূত্র বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছে।

৫ জানুয়ারি বিএনপির কর্মসূচিকে কেন্দ্র করে নিজের রাজনৈতিক কার্যালয়ে গিয়ে ৩ জানুয়ারি থেকে সেখানে অবস্থান করছেন দলটির চেয়ারপারসন খালেদা জিয়া।

দলের নেতাকর্মীরা অভিযোগ করছেন, সরকার খালেদাকে অবরুদ্ধ করে রেখেছে। ‘অবরুদ্ধ’ খালেদার সঙ্গে দলের কয়েকজন নেতা ছাড়াও প্রেস উইংয়ের কর্মকর্তারাও আছেন সেখানে।

এর প্রতিবাদে ৫ জানুয়‍ারি বিকেল থেকেই অনির্দিষ্টকালের অবরোধ করছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। কয়েক দফা দেশের বিভিন্ন বিভাগে হরতালও চলছে।

বাংলাদেশ সময়: ০১৫৬ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।