ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

রাজনীতি

নোয়াখালীতে অটোরিকশা ভাঙচুর, আহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১২ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৫
নোয়াখালীতে অটোরিকশা ভাঙচুর, আহত ১

নোয়াখালী: নোয়াখালীতে রোববারের (১৮ জানুয়ারি) সকাল-সন্ধ্যা হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা।

এসময় বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে তারা।

‍এ ঘটনায় দুইজন আহত হয়েছেন।

শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যা থেকে রাত ৯টা পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় এসব ঘটন‍া ঘটে।

আহতরা হলেন, বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের বসন্তবাগ গ্রামের আবুল খায়েরের ছেলে জালাল উদ্দিন। তবে আরেকজনের নাম জানা যায়নি।

স্থানীয় সূত্র জানায়, শনিবার সন্ধ্যায় বাদাম বিক্রেতা জালাল উদ্দিনসহ কয়েকজন যাত্রী সিএনজি চালিত অটোরিকশা করে বেগমগঞ্জের চৌমুহনী থেকে উপজেলার বাংলা বাজার যাচ্ছিলেন।

পথে লক্ষ্মীপুর-চৌমুহনী সড়কের বেলাল মিয়ার পোল এলাকায় এলে অটো রিকশা লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়ে হরতালকারীরা। এতে জালালসহ দুইযাত্রী আহত হন।

পুলিশ জানায়, জালালকে প্রথমে স্থানীয় হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে রাত সাড়ে ৭টার দিকে উপজেলার বাংলাবাজার ও মাইজদী বাজার এলাকায় বেশ কয়েকটি অটো রিকশা ভাঙচুর করে পিকেটাররা।

নোয়াখালী জেলা পুলিশ সুপার (এসপি) ইলিয়াছ শরীফ বাংলানিউজকে জানান, এ ঘটনার পর বাংলা বাজার এলাকায় পুলিশের টহল বাড়ানো হয়েছে।

নাশকতা প্রতিরোধে ও সাধারণের জানমাল রক্ষায় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ০৬১৩ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।