ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

রাজনীতি

বরিশালে পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৬ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৫
বরিশালে পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরিশাল: বরিশালে বিএনপির বিক্ষোভ মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করা হয়েছে।

বরিশাল বিভাগে ২০ দলীয় জোটের ডাকা হরতালের সমর্থনে সকাল ৭টায় বিএনপি নেতাকর্মীরা নগরের কাউনিয়া বিসিক এলাকা থেকে মিছিলটি বের করে।

এতে নেতৃত্ব দেন মহানগর বিএনপির সভাপতি ও সাবেক এমপি অ্যাডভোকেট মজিবুর রহমান সরোয়ার।

এসময় নেতাকর্মীরা সড়কে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ করে। পরে পুলিশ তাদের ধাওয়া করলে তারা পুলিশকে লক্ষ করে ইট-পাটকেল নিক্ষেপ করে ছত্রভঙ্গ হয়ে যায়। এসময় পুলিশ ঘটনাস্থল থেকে বিএনপি নেতাকর্মীদের একটি মোটরসাইকেল জব্দ করে।

এদিকে, নগরের সিঅ্যান্ডবি রোড এলাকা থেকে মিছিল বের করার চেষ্টাকালে বরিশাল পৌরসভার প্যানেল মেয়র শরীফ তাসলিমা কালাম পলি ও তার স্বামী কালাম শরীফকে আটক করে পুলিশ।

অপরদিকে, সকাল সাড়ে ৭টার দিকে বিএম কলেজ সংলগ্ন সড়কে জড়ো হয়ে  শিবির মিছিল বের করার চেষ্টা করলেও পুলিশের উপস্থিতির কারণে তা সম্ভব হয়নি।  

হরতালে নাশকতার আশঙ্কায় রাতে নগরের ছয় নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আবদুল করিম খান ও ১০ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক বাবুল খানকে আটক করা হয়েছে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেন জানান, এছাড়া সন্দেহভাজন হিসেবে বাপ্পি ফকির নামে এক যুবককে আটক করা হয়েছে।

নাশকতা রোধে নগর জুড়ে পুলিশ, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নসহ (র‌্যাব) আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল অব্যাহত রয়েছে।

আওয়ামী লীগ ও বিএনপির দলীয় কার্যালয়সহ নগরের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে পুলিশ মোতায়েন রয়েছে।

শহরে বিভিন্ন যানবাহন স্বাভাবিক নিয়মে চলছে। অভ্যন্তরীণ রুটে লঞ্চ চলাচলও স্বাভাবিক রয়েছে।

বাংলাদেশ সময়: ১১০৫ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।