ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

রাজনীতি

সিরাজগঞ্জে ককটেল বিস্ফোরণ, আটক ৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৩ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৫
সিরাজগঞ্জে ককটেল বিস্ফোরণ, আটক ৫

সিরাজগঞ্জ: ককটেল বিস্ফোরণ ও ভাঙচুরের মধ্যে দিয়ে সিরাজগঞ্জে ২০ দলীয় জোটের ডাকা হরতাল চলছে।

রাজশাহী বিভাগীয় ২০ দলীয় জোটের ডাকা ৩৬ ঘণ্টা হরতালের প্রথম দিন রোববার (১৮ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় সিরাজগঞ্জ জেলা বিএনপির কার্যালয়ের সামনে দু’টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।



জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক রাশেদুল হাসান রঞ্জন বাংলানিউজকে জানান, কে বা কারা বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে তা কেউ বলতে পারছে না। এ ঘটনার পর বিএনপি কার্যালয়ের আশেপাশে পুলিশ অভিযান চালিয়েছে।

এছাড়া প্রায় একই সময় পৌরসভার বাহিরগোলা এলাকায় সিএনজি চালিত একটি অটোরিকশা ভাঙচুর করা হয়।

এ ঘটনায় শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের পাঁচ কর্মীকে আটক করেছে পুলিশ।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম আটকের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

এদিকে, স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা সকাল ৮টায় সিরাজগঞ্জ-কাজিপুর আঞ্চলিক সড়কে হরতাল বিরোধী মিছিল করেছে।

হরতালের সমর্থনে শনিবার (১৭ জানুয়ারি) রাতে শহরের এসএস রোড ও গুড়ের বাজার এলাকায় মিছিল করে জোট নেতাকর্মীরা।

বেলকুচি উপজেলার দেলুয়া মাদ্রাসার কাছে দু’টি ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেলেও বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অনিসুর রহমান তা অস্বীকার করেছেন।

দূরপাল্লা ও অভ্যন্তরীণ রুটে বাস-ট্রাক চলাচল বন্ধ রয়েছে। তবে শহরে  অটোরিকশা চলাচল স্বাভাবিক রয়েছে।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম পাড়ের শহীদ এম মনসুর আলী স্টেশনের কম্পিউটার ইঞ্জিনিয়ার মোমরেজ আলী বাংলানিউজকে জানান, ট্রেন চলাচল স্বাভাবিক থাকলেও সিডিউল মোতাবেক চলছে না। এমন অবস্থা হয়েছে যে সকালের ট্রেন রাতে যাচ্ছে। এতে ভোগান্তিতে পড়েছে যাত্রীরা।

চাঁপাইনবাবগঞ্জে বন্দুকযুদ্ধে ছাত্রদল নেতা মতিউর রহমান নিহত হওয়ার প্রতিবাদে রোববার সকাল ৬টা থেকে ৩৬ ঘণ্টা হরতালের ডাক দিয়েছে রাজশাহী বিভাগীয় ২০ দলীয় জোট।

বাংলাদেশ সময়: ১১২২ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।