ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

রাজনীতি

বগুড়ায় হরতাল বাড়লো ১২ ঘণ্টা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৭ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৫
বগুড়ায় হরতাল বাড়লো ১২ ঘণ্টা

বগুড়া: রাজশাহীর ৮ জেলায় বিভাগীয় বিএনপির ডাকা ৩৬ ঘণ্টার হরতালের সময়সীমা বগুড়া জেলায় ১২ ঘণ্টা বাড়িয়ে ৪৮ ঘণ্টা করেছে জেলা বিএনপি।

বর্ধিত সময় অনুযায়ী রোববার (১৮ জানুয়ারি) সকাল ৬টা থেকে শুরু হওয়া হরতাল চলবে একটানা মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল ৬টা পর্যন্ত।

  

রোববার (১৮ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে মাটিডালী বিমান মোড়ে অবরোধের পক্ষে অনুষ্ঠিত সমাবেশ থেকে জেলা বিএনপির সভাপতি ও ২০ দলের আহ্বায়ক সাইফুল ইসলাম এ ঘোষণা দেন।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সিনিয়র সদস্য রেজাউল করিম বাদশা, সহ-সভাপতি আলী আজগর তালুকদার হেনা, হামিদুল হক চৌধুরী হিরু, সদর থানা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল, জেলা মহিলা দলের সভানেত্রী লাভলী রহমানসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।  

বাংলাদেশ সময়: ১২৪৬ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।