ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

রাজনীতি

হাবিপ্রবিতে ছাত্রলীগের দু’গ্রুপের সংষর্ষে আহত ১০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৬ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৫
হাবিপ্রবিতে ছাত্রলীগের দু’গ্রুপের সংষর্ষে আহত ১০ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

দিনাজপুর: আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে।

রোববার দুপুর আড়াইটা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত দুই গ্রুপের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা এবং ক্যাম্পাস এলাকায় ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটে।



এতে হাবিপ্রবি শাখা ছাত্রলীগের সভাপতি ইফতেখারুল ইসলাম রিয়েল ও সাধারণ সম্পাদক অরুন কান্তি রায় সিটনসহ ১০ জন আহত হয়। তাদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে (দিমেক) ভর্তি করা হয়েছে।
পরে পুলিশ এসে ৯ রাউন্ড রাবার বুলেট ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ক্যাম্পাস এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

দিনাজপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) দিপেন্দ্রনাথ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে জানান, বিশ্ববিদ্যালয়জুড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

বাংলাদেশ সময়: ১৮১৬ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।