ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

রাজনীতি

মানুষ হত্যা করে খালেদা কিছুই অর্জন করতে পারবেন না

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩০ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৫
মানুষ হত্যা করে খালেদা কিছুই অর্জন করতে পারবেন না মোহাম্মাদ নাসিম

রংপুর: বাসে আগুন দিয়ে মানুষ হত্যা করে বিএনপি নেত্রী খালেদা জিয়া কিছুই অর্জন করতে পারবেন না। দেশের জনগণ তাদের অপকর্মের জন্য ঘৃণা প্রকাশ করছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মাদ নাসিম।

তিনি বলেন, এভাবেই তার (খালেদা জিয়ার) রাজনীতি শেষ হয়ে যাবে।

রোববার (১৮ জানুয়ারি) সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন মিঠাপুকুর ও গাইবান্ধার গোবিন্দগঞ্জে অবরোধকারীদের হামলায় অগ্নিদগ্ধ ৩ জনকে দেখতে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এদের সকলের মুখসহ শরীর ঝলসে গেছে। এটা তো কোনো রাজনীতি হলো না। এভাবে খালেদা জিয়ার নির্দেশে সারাদেশে একের পর এক মানুষ অগ্নিদগ্ধ হচ্ছে। যে সব গরিব মানুষ কাজের সন্ধানে বাসে যাচ্ছিল তাদের পেট্রোল বোমা মেরে হত্যা করা হচ্ছে। অগ্নিদগ্ধ করা হচ্ছে।

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মাদ নাসিম আরও বলেন, এসব কর্মকাণ্ডের জন্য পুরো দেশবাসী নিন্দা জানাচ্ছে, ঘৃণা প্রকাশ করছে। প্রতিটি অগ্নিদগ্ধ মানুষকে আহত করার জন্য খালেদা জিয়া ও তার দলকে দায়ী করেন তিনি।

এ সময় তিনি জনগণকে আশ্বস্ত করে বলেন, আইন-শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে বলেই তারা এ ধরনের ঘটনা ঘটিয়ে পার পাচ্ছে না। অনেককে গ্রেফতার করা হচ্ছে। অনেকেই ধরাও পড়েছে। এসব সন্ত্রাসীদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

এরআগে, সকালে মন্ত্রী রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এসে পৌঁছালে কলেজের অধ্যাক্ষ অধ্যাপক ডা. জাকির হোসেনসহ চিকিৎসকরা তাকে স্বাগত জানান।

মন্ত্রী বার্ন ইউনিট ও সিসিইউ ওয়ার্ড পরিদর্শন করেন। সেখানে চিকিৎসাধীন রোগীদের খোঁজ খবর নেন।

এ সময় পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা, রংপুর সিটি করপোরেশনের মেয়র শরফ উদ্দিন আহাম্মেদ ঝন্টুসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮২৬ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।