ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

রাজনীতি

চুয়াডাঙ্গায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৩ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৫
চুয়াডাঙ্গায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা ছবি: প্রতীকী

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা সদর উপজেলার শঙ্করচন্দ্রপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ও ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি সিরাজুল ইসলামকে(৪৭) কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

এসময় বিএনপি কর্মী মিলন (৩০) ও লিটনকে (৩৫)পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে।

পরে দু’টি শক্তিশালী বোমা বিস্ফোরণ ঘটিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

রোববার বিকেল সাড়ে ৪টার দিকে জেলার সদর উপজেলার ছয়ঘরিয়া প্রাথমিক বিদ্যালয়ের অদূরে ব্রিজের কাছে এ ঘটনা ঘটে। সিরাজুল ইসলাম সদর উপজেলার ছয়ঘরিয়া গ্রামের মৃত কাঙ্গালি মণ্ডলের ছেলে।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুন্সী আসাদুজ্জামান বাংলানিউজকে জানান, বিকেলে বিএনপি নেতা সিরাজুল ইসলাম, কর্মী মিলন ও লিটন স্থানীয় বড় শলুয়া বাজার থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন।

এ সময় তারা ছয়ঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অদূরে ব্রিজের কাছে পৌঁছালে মুখোশধারী দুর্বৃত্তরা মোটরসাইকেল ঠেকিয়ে সিরাজুল ইসলামকে কোপায় ও গুলি করে। এছাড়া মিলন ও লিটনকে পিটিয়ে আহত করে। তাদের চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

পরে এলাকাবাসী তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়ার পথে সিরাজুল ইসলাম মারা যান। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৪৪ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।