ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

রাজনীতি

নাশকতা প্রতিরোধে শপথ

লক্ষ্মীপুরে ছাত্রলীগের মিছিলে ককটেল হামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৭ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৫
লক্ষ্মীপুরে ছাত্রলীগের মিছিলে ককটেল হামলা ফাইল ফটো

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে ছাত্রলীগের অবরোধ বিরোধী মিছিলে ককটেল হামলা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনার প্রতিবাদে ফের বিক্ষোভ করে ছাত্রলীগ।

এসময় বিএনপি ও জামায়াত-শিবিরের সব নাশকতা প্রতিরোধে শপথ নিয়েছে নেতাকর্মীরা।

রোববার (১৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে লক্ষ্মীপুর শহরে এ ঘটনা ঘটে।

জেলা ছাত্রলীগের সভাপতি চৌধুরী মাহমুদ নবী সোহেল বাংলানিউজকে বলেন, বিকেলে শহরে হরতাল বিরোধী মিছিল করছিলো ছাত্রলীগ। মিছিলটি উত্তর তেমুহনী এলাকায় পৌঁছালে অবরোধকারীরা মিছিল লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে। তবে, এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

পরে ককটেল হামলার প্রতিবাদে শহরে ফের বিক্ষোভ করে ছাত্রলীগ। মিছিল শেষে উত্তর তেমুহনী এলাকায় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, জেলা ছাত্রলীগের সভাপতি চৌধুরী মাহমুদ নবী সোহেল, সাধারণ সম্পাদক রাকিব হোসেন লোটাস ও ছাত্রলীগ নেতা মীর শাহাদাত হোসেন রুবেল।

এসময় ছাত্রলীগের নেতাকর্মীরা বিএনপি ও জামায়াত-শিবিরের সব নাশকতা প্রতিরোধে শপথ নেয়।  

এ ব্যাপারে পুলিশের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। তবে, অপ্রীতিকর ঘটনা এড়াতে গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে, এছাড়াও শহরে অব্যাহত পুলিশ টহল দেখা গেছে।

বাংলাদেশ সময়: ১৯৪৬ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।