ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

রাজনীতি

চৌহালীতে বিএনপির শতাধিক নেতাকর্মী আ.লীগে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৫ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৫
চৌহালীতে বিএনপির শতাধিক নেতাকর্মী আ.লীগে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের চৌহালীতে শতাধিক নেতাকর্মী নিয়ে আওয়ামী লীগে যোগদান করেছেন উপজেলা বিএনপি নেতা শাহজাহান সরদার।

রোববার (১৮ জানুয়ারি) বিকেলে সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আলহাজ আব্দুল মজিদ মণ্ডলের হাতে ফুলের তোড়া দিয়ে তিনি আওয়ামী লীগে যোগদান করেন।

তার সঙ্গে উপজেলা শ্রমিক দলের সভাপতি কোরবান আলীও যোগদান করেন।

যোগদানের বিষয়টি স্বীকার করে শাহজাহান আলী সরদার বাংলানিউজকে জানান, খালেদা জিয়ার ইস্যুবিহীন সহিংস হরতাল-অবরোধে শুধু আওয়ামী লীগের সমর্থকরা নয়, বিএনপির তৃণমূলের নেতারাও অতিষ্ঠ। তাই গণতান্ত্রিক ধারার রাজনৈতিক দল আওয়ামী লীগে ফিরে এসেছি।

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।