ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

রাজনীতি

যশোরে বিএনপি-জামায়াতের ৩০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১২ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৫
যশোরে বিএনপি-জামায়াতের ৩০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

যশোর: যশোর জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি মিজানুর রহমান খানসহ বিএনপি-জামায়াতের ৩০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।

রোববার (১৮ জানুয়ারি) দুপুরে যশোরের বসুন্দিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম বাদী হয়ে এ মামলা করেন।



যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইনামুল হক বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, শনিবার (১৭ জানুয়ারি) মধ্যরাতে যশোর-খুলনা মহাসড়কের পদ্মবিলা এলাকায় বালুবাহী ট্রাকে আগুন দেওয়ার ঘটনায় তাদের বিরুদ্ধে এ মামলা করা হয়েছে।   
                
বাংলাদেশ সময়: ২০১৪ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।