ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

রাজনীতি

গাজীপুরে বাসে আগুন, একজন দগ্ধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪২ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৫
গাজীপুরে বাসে আগুন, একজন দগ্ধ ফাইল ফটো

গাজীপুর: গাজীপুরের শ্রীপুর এমসি বাজার নামক স্থানে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

রোববার (১৮ জানুয়ারি) রাত ৮টা ৫০ মিনিটে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় বাসের হেলপার আবদুল হাই (৩০) দগ্ধ হয়েছেন। তাকে স্থানীয় আল-হেরা ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত ৮টার দিকে ছাত্রদলের মিছিল ওই এলাকা অতিক্রম করে। এ সময় তারা মিছিল শেষে ওই গাড়িতে অগ্নিসংযোগ করে পালিয়ে যায়। এতে গাড়ির হেলপার আবদুল হাই (৩০) দগ্ধ হন। তাকে স্থানীয় আল-হেরা ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসীনুল কাদের বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।