ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

রাজনীতি

সিলেটে ট্রাকে আগুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৫ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৫
সিলেটে ট্রাকে আগুন ফাইল ফটো

সিলেট: সিলেটে পেট্রল বোমা নিক্ষেপ করে ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
 
রোববার (১৮ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে নগরীর খাসদবির এলাকায় এ ঘটনা ঘটে।


 
প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেট থেকে কোম্পানীগঞ্জের উদ্দেশে রওয়ানা দেয় একটি ট্রাক। পথে খাসদবির এলাকায় কয়েকজন দুর্বৃত্ত ট্রাকে পেট্রল বোমা ছুঁড়ে মারে। এতে ট্রাকের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়।  
 
এ সময় চারটি ককেটল বিস্ফোরণ ঘটিয়ে তারা ওই এলাকায় আতঙ্ক সৃষ্টি করে বলে জানান স্থানীয়রা।
 
এদিকে, অগ্নিসংযোগের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে সিলেট বিমানবন্দর থানা পুলিশ।  
 
তবে, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌসুল হোসেন বাংলানিউজকে বলেন, দুর্বৃত্তরা ট্রাকে আগুন দেওয়ার চেষ্টা করে। কিন্তু তারা ব্যর্থ হয়।  
 
বাংলাদেশ সময়: ০০১৪ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।