ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

রাজনীতি

জেলা-উপজেলা পর্যায়ে ১৪ দলের সন্ত্রাস প্রতিরোধ কমিটি হচ্ছে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৫ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৫
জেলা-উপজেলা পর্যায়ে ১৪ দলের সন্ত্রাস প্রতিরোধ কমিটি হচ্ছে

ঢাকা : বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের টানা অবরোধে সন্ত্রাস, বোমাবাজি, নাশকতা বন্ধে প্রশাসনের সঙ্গে রাজনৈতিক নেতাদের সম্পৃক্ত করে প্রতিরোধ কমিটি গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এই প্রক্রিয়া দ্রুত শুরু করতে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের নেতাদের সম্পৃক্ত করে জেলা পর্যায়ে আইন-শৃঙ্খলা রক্ষা কমিটি পুনর্গঠনের নির্দেশ দিয়েছে সরকার।

এ-ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে রোববার জেলায় জেলায় লিখিত নির্দেশ পাঠানো হয়েছে বলে জানা গেছে।

 

এই কমিটির তত্ত্বাবধানে উপজেলা পর্যায়েও আইন-শৃঙ্খলা রক্ষা কমিটি গঠন করা হবে বলে জানা গেছে। উপজেলা পর্যায়ের কমিটিতেও প্রশাসনের সঙ্গে রাজনৈতিক নেতাদের সম্পৃক্ত করা হবে।  


গত ১৫ জানুয়ারি ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের নেতাদের সঙ্গে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর বৈঠকে জেলায় জেলায় আইন-শৃঙ্খলা রক্ষা কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। ওই সভায় জেলা পর্যায়ে আইন-শ্ঙ্খৃলা রক্ষা কমিটিতে ১৪ দলের নেতাদের সম্পৃক্ত করতে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে আহ্বান জানানো হয়।  

 

ওই সভায় উপস্থিত স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ১৪ দল নেতৃবৃন্দকে জানিয়েছিলেন, দ্রতই এই কমিটি করার নির্দেশ পাঠানো হবে।

 

রোববার সন্ধ্যায় এ বিষয়ে আসাদুজ্জামান খান কামালের কাছে জানতে চাওয়া হলে আজই (রোববার) নির্দেশ পাঠানো হয়ে গেছে বলে জানান তিনি। এ-প্রসঙ্গে বাংলানিউজকে তিনি বলেন, সকল রাজনৈতিক দলের নেতাদেরকে আইন-শৃঙ্খলা রক্ষা কমিটিতে নেওয়ার নির্দেশ দেয়া হয়েছে। এই কমিটি আগেও ছিলো।  

 

এদিকে জেলা পর্যায়ে যে আইন-শৃঙ্খলা রক্ষা কমিটি রয়েছে সেই কমিটিতে যেসব জেলায় ১৪ দলীয় জোটভুক্ত অন্য সব দলের নেতারা নেই সেসব জেলায় জোটের নেতাদের সম্পৃক্ত করা হবে। চলমান রাজনৈতিক পেক্ষাপটে এই কমিটিকে আরও কার্যকর এবং একইসঙ্গে সন্ত্রাস-নাশতার বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে।  


পাশাপাশি এই কমিটির তত্ত্বাবধানে উপজেলা পর্যায়েও অনুরূপ কমিটি গঠন করা হবে। এই সব কমিটি আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীকে সহযোগিতা করবে বলে ১৪ দল নেতারা জানান।

 

জেলা-উপজেলার পাশাপাশি ঢাকা মহানগরেও সন্ত্রাস প্রতিরোধ কমিটি গঠনের প্রক্রিয়া শুরু করেছে আওয়ামী লীগ। রোববার ঢাকা মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। ঢাকা মহানগরের থানা, ওয়ার্ড, পাড়া মহল্লায় এই ধরনের কমিটি গঠন করা হবে বলে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া সভায় জানান। তিনিও জানান, আওয়ামী লীগসহ ১৪ দলের নেতাদের সম্পৃক্ত করে এই কমিটি গঠন করা হবে।  

 

এদিকে ঢাকা মহানগর আওয়ামী লীগের দায়িত্বশীল এক নেতা বাংলানিউজকে বলেন, এই কমিটি গঠনের বিষয়ে আগামী মঙ্গলবার ১৪ দলের ঢাকার সংসদ সদস্যদের বৈঠক ডাকা হয়েছে। মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার বাসায় ওই বৈঠকটি হবে। বৈঠকে সন্ত্রাস প্রতিরোধ কমিটি গঠনসহ ঢাকার নির্বাচনী এলাকাগুলোতে শন্তিমিছিল ও সমাবেশের কর্মসূচি ঠিক করা হবে।  

 

বাংলাদেশ সময় ০১০৬ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৫ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।