ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

রাজনীতি

সিরাজগঞ্জে পিকআপ ভ্যানে আগুন, আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৩ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৫
সিরাজগঞ্জে পিকআপ ভ্যানে আগুন, আটক ২ ছবি: প্রতীকী

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে একটি পিকআপ ভ্যানে আগুন দিয়েছে হরতালকারীরা। এছাড়া, পাঁচটি সিএনজি চালিত অটোরিকশায় ভাঙচুরের ঘটনা ঘটেছে।

রোববার (১৮ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে এ সব ঘটনা ঘটে।

 

এ সব ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছাত্রদল ও যুবদলের দুই নেতাকে আটক করেছে পুলিশ।

 

জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েস আটকের বিষয়টি বাংলানিউজকে জানিয়েছেন।

 

স্থানীয়রা জানায়, সিরাজগঞ্জ সদর উপজেলার ছাতিয়ানতলিতে একটি পিকআপ ভ্যানে আগুন দেয় হরতালকারীরা।  

 

প্রায় একই সময় সিরাজগঞ্জ সড়ক ও জনপথ ভবনের সামনের সড়কে পাঁচটি অটোরিকশা ভাঙচুর চালায় হরতালকারীরা। এ সময় একটি ককটেলের বিস্ফারণ ঘটায় তারা।

 

পরে, এসব ঘটনায় জড়িত থাকার অভিযোগে রাত পৌনে ১১টার দিকে সিরাজগঞ্জ পৌর এলাকার সয়াধানগড়া মহল্লা থেকে পৌর যুবদলের সহ-সভাপতি আব্দুল হালিম ও ২ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি মোক্তার হোসেন মুক্তাকে আটক করে পুলিশ।

 

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম এ সব বিষয় বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

 

বাংলাদেশ সময়: ০০৪৪ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৫ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।