ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

রাজনীতি

হাজীগঞ্জ পৌর প্যানেল মেয়রসহ বিএনপির ৩ নেতা গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪৪ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৫
হাজীগঞ্জ পৌর প্যানেল মেয়রসহ বিএনপির ৩ নেতা গ্রেফতার ছবি: প্রতীকী

চাঁদপুর: চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র আবুল কাশেমসহ বিএনপির তিন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।  

 

রোববার (১৮ জানুয়ারি) রাত ৮টার দিকে চাঁদপুর লঞ্চঘাট থেকে তাদের গ্রেফতার করা হয়।

 

 

গ্রেফতার হওয়া অন্য দুই জন হলেন- উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আকবর হোসেন মৃধা ও পৌর যুবদলের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন পাটওয়ারী।  

গ্রেফতার ব্যক্তিরা সবাই হাজীগঞ্জ পৌর এলাকার টোরাগড় এলাকার বাসিন্দা।  

 

চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল কাইয়ুম বাংলানিউজকে বলেন, পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর লঞ্চঘাটে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। তারা লঞ্চযোগে ঢাকা থেকে চাঁদপুরে আসছিলেন।  

 

তিনি আরো জানান, পুলিশের দায়ের করা নাশকতার মামলার আসামি হিসেবে তাদের গ্রেফতার করা হয়। তাদের সোমবার চাঁদপুর আদালতে পাঠানো হবে।  

 

বাংলাদেশ সময়: ০৫৪৭ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।