ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

রাজনীতি

সুনামগঞ্জে ছাত্রদলের ২ নেতা গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪৬ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৫
সুনামগঞ্জে ছাত্রদলের ২ নেতা গ্রেফতার ছবি: প্রতীকী

সুনামগঞ্জ: সুনামগঞ্জে নাশকতার মামলায় ছাত্রদলের দুই নেতাকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৯) সদস্যরা।  

 

রোববার (১৮ জানুয়ারি) রাত ১০টার দিকে শহরের আরপিন নগর ঈদগাহ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

 

 

গ্রেফতার হওয়া দুই জন হলেন- সুনামগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তোফাজ্জল হোসেন ও ছাত্রদল নেতা নূরজালাল মন্টি।  

 

র‌্যাব-৯ এর সুনামগঞ্জ ক্যাম্প কমান্ডার মেজর আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, গ্রেফতার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে সুনামগঞ্জ সদর মডেল থানায় ভাঙচুরের মামলা রয়েছে।  

 

বাংলাদেশ সময়: ০৫৪৫ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৫       

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।