ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

রাজনীতি

নাদিম মোস্তফা আটক, উৎকণ্ঠিত স্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৫ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৫
নাদিম মোস্তফা আটক, উৎকণ্ঠিত স্ত্রী নাদিম মোস্তফা

ঢাকা: বিএনপির কেন্দ্রীয় কমিটির বিশেষ সম্পাদক ও রাজশাহী জেলা বিএনপি সভাপতি নাদিম মোস্তফাকে আটক করা হয়েছে।

সোমবার সকাল পৌনে ৭টার দিকে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।



তিনি বলেন, সোমবার (১৯ জানুয়ারি) ভোর ৪টার দিকে তার গুলশানের বাসা থেকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১ ও গোয়েন্দা (ডিবি) পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাকে আটক করে।

তবে সোমবার সকালে নাদিম মোস্তফার স্ত্রী বাংলানিউজকে জানান, তাকে নিয়ে গেছে ৠাব-১। এর পর থেকে তার আর কোনো খবর পাওয়া যাচ্ছে না। স্বামীর খবর না পেয়ে তিনি উৎকণ্ঠায় আছেন। ,

বাংলাদেশ সময়: ০৬৫৯ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৫/ আপডেটেড ১১.১৫ ঘণ্টা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।