ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

রাজনীতি

সব বাধা দূর, চাইলে বের হতে পারেন খালেদা

আসাদ জামান ও নাজমুল হক ফয়সাল | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৮ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৫
সব বাধা দূর, চাইলে বের হতে পারেন খালেদা ছবি: জাহিদ সায়মন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: টানা ১৬ দিন ‘অবরুদ্ধ’ রাখার পর রোববার গভীর রাতে খালেদা জিয়ার কার্যালয়ের সামনে থেকে সব বাধা সরিয়ে নেওয়া হয়েছে। প্রত্যাহার করা হয়েছে পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরও।

এখন চাইলে বের হতে পারেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
 
রোববার (১৮ জানুয়ারি) রাত ২ টা ৫০ মিনিটে গুলশানে খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ের সামনের সড়ক থেকে জলকামান ও পুলিশের কাভার্ড ভ্যান দু’টি সরিয়ে নেওয়া হয়।
 
এর আগে টানা ১৬ দিন পর কার্যালয়ের মূল ফটকের সামনে এবং আশপাশের সড়কে অবস্থান নেওয়া পুলিশ সদস্যদের একে একে প্রত্যাহার করে নেওয়া হয়।

কেবল বিএনপির চেয়ারপারসনের প্রটোকল হিসেবে পুলিশের একজন সহকারী উপ-পরিদর্শক(এসআই) ও ৫ সদস্যকে রাখা হয় গুলশান কার্যালয়ের সামনে।

পুলিশ ও আইন শৃঙ্খলা বাহিনী প্রত্যাহারের পরই খালেদা জিয়ার ব্যক্তিগত নিরাপত্তা বাহিনী-সিএসএফ সদস্যরা কার্যালয়ের সামনে অবস্থান নেন। তাদের ৬টি গাড়ি কার্যালয়ের মূল ফটকের সামনে এনে রাখা হয়।
 
পুলিশি বাধা দূর হওয়ায় খালেদা জিয়া চাইলে যে কোনো সময় কার্যালয় থেকে বের হয়ে বাসায় যেতে পারেন। তবে সকাল ১০টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত কার্যালয়েই অবস্থান করছিলেন তিনি।
 
এ ব্যাপারে জানতে চাইলে গুলশান জোনের সহকারী পুলিশ কমিশনার(এসি) নুরুল ইসলাম বাংলানিউজকে বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কখনই অবরুদ্ধ করা হয়নি। নিরাপত্তা বাড়ানো হয়েছিলো। পরিস্থিতি শান্ত হওয়া নিরাপত্তা বলয় শিথিল করা হয়েছে। তিনি বাসায় যেতে চাইলে যেতে পারেন। পুলিশ তাকে সহযোগিতা করবে।
 
তবে খালেদা জিয়া কখন বাসায় যাবেন সে ব্যাপারে এখনো কিছু জানা যায়নি। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে গুলশান কার্যালয়ে তার একান্ত ব্যক্তিগত সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসকে ফোন করা হলেও তিনি কল রিসিভ করেন নি।

এদিকে খালেদা জিয়ার কার্যালয়ের সামনে থেকে সব বাধা দূর হয়ে যাওয়ায় এর সামনের ৮৬ নম্বর সড়ক দিয়ে সব ধরনের যানবাহন চলাচল করছে। সাধারণ মানুষের চলাচলের ক্ষেত্রেও আর কোনো প্রতিবন্ধকতা নেই। সব কিছুই এখন স্বাভাবিক।
 
গত ৩ জানুয়ারি রাত ১১.৪০ মিনিটে গুলশান কার্যালয় থেকে বের হয়ে নয়াপল্টন কার্যালয়ের দিকে যেতে চাইলে মূল ফটকে গাড়ি রেখে খালেদার পথে প্রতিবন্ধকতা তৈরি করে পুলিশ।
 
এরপর একে একে সেখানে বাড়ানো হয় পুলিশের সদস্য সংখ্যা। কার্যালয়ের সামনে তৈরি করা হয় কয়েক স্তরের মানবপ্রাচীর। মহিলা পুলিশ দিয়ে কার্যালয়ের মূল ফটক ঘিরে রাখা (কর্ডন করে রাখা) হয়। আনা হয় পুলিশের বেশকিছু যান। রাস্তার মাঝামাঝি সেগুলো দাঁড় করিয়ে তৈরি করা হয় দুর্ভেদ্য বেষ্টনী।
 
পূর্ব ঘোষিত জনসভায় যোগ দিতে ৫ জানুয়ারি দুপুর ৩ টা ৪৫ মিনিটে খালেদা জিয়া নিজ কার্যালয় থেকে বের হতে চাইলে পুলিশি বাধার মুখে পড়েন তিনি। এর আগেই বেলা ১২ টার দিকে কার্যালয়ের বাইরে তালা ঝুলিয়ে দেয় পুলিশ। মহিলা দলের সদস্যরা সেই তালা ভাঙার চেষ্টা করলে তাদের নিবৃত্ত করতে পেপার স্প্রে করে (মরিচ গুঁড়ো) আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
 
এর প্রতিবাদে গত ৫ জানুয়ারি বিকাল ৪টার দিকে কার্যালয়ে ভেতরে গাড়ির ওপর দাঁড়িয়েই অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি ঘোষণা করেন খালেদা জিয়া।
 
এর পর থেকেই কার্যত গুলশান কার্যালয়ে অবরুদ্ধ হয়ে পড়েন ‘৩ বারের প্রধানমন্ত্রী’ খালেদা জিয়া।

বাংলাদেশ সময়: ০৯০৫ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৫/ আপডেটেড-১০১০ ঘণ্টা

** খালেদার কার্যালয় ঘিরে সিএসএফ’র ৬ গাড়ি
** খালেদার কার্যালয় থেকে সরানো হলো পুলিশ ভ্যান-জলকামান

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।