ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

রাজনীতি

ধুনটে বিএনপির ২ নেতা আটক

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৬ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৫
ধুনটে বিএনপির ২ নেতা আটক

ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট উপজেলায় হরতাল-অবরোধে নাশকতার আশঙ্কায় বিশেষ অভিযান চালিয়ে বিএনপির ২ নেতাকে আটক করেছে পুলিশ।

রোববার (১৮ জানুয়ারি) মধ্যরাতে নিজ নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়।



আটক নেতারা হলেন, ধুনট পৌর বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মাটিকোড়া গ্রামের আবুল হোসেনের ছেলে শহিদুল ইসলাম পলাশ (৫২) ও কালেরপাড়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি কান্তগর গ্রামের খোকা জোয়ার্দারের ছেলে রাসেল মাহমুদ লেবু (৪৮)।

ধুনট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) পঞ্চনন্দ সরকার এ তথ্য নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, হরতাল-অবরোধে নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনার অভিযোগে তাদের আটক করা হয়।

বাংলাদেশ সময়: ১০৫১ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।