ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

রাজনীতি

ভোলায় ককটেল বিস্ফোরণ, আটক ৬

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১০ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৫
ভোলায় ককটেল বিস্ফোরণ, আটক ৬ ছবি: প্রতীকী

ভোলা: ভোলায় দু’একটি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি।



রোববার (১৮ জানুয়ারি) রাতভর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নাশকতার অভিযোগে বিএনপির ছয় কর্মীকে আটক করেছে পুলিশ।

এদিকে, হরতাল ও অবরোধের কারণে সোমবার সকাল থেকে দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ থাকলেও অভ্যন্তরীণ রুটে বাসসহ বিভিন্ন ধরনের যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে খুলতে শুরু করেছে শহরের দোকান-পাট, ব্যবসা প্রতিষ্ঠান।

ভোলা-বরিশাল ও ভোলা-লক্ষীপুর রুটের ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবাশ্বের আলী জানান, পরিস্থিতি শান্ত রয়েছে। কোথাও কোনো অপ্রতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

শনিবার জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফারুক মিয়াকে গ্রেপ্তার করা হয়। এর প্রতিবাদে জেলা বিএনপির ডাকে ভোলায় সোমবার সকাল-সন্ধ্যা হরতাল চলছে।

বাংলাদেশ সময়: ১১০৯ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।