বগুড়া: বগুড়া শাজাহানপুর উপজেলাধীন শাজাপুর ফুলতলা এলাকায় কাচামালবাহী ট্রাকে আগুন দিয়েছে অবরোধ সমর্থকরা।
সোমবার (১৯ জানুয়ারি) রাত পৌনে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান বাংলানিউজকে জানান, সোমবার রাত পৌনে ৮টার দিকে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের শাজাপুর ফুলতলা (ফটকি ব্রিজ) এলাকায় ট্রাকটি দাঁড়িয়ে কাচা সবজি বোঝাই করছিল।
এসময় অবরোধকারীরা আচমকা এসে আগুন দিয়ে পালিয়ে যায়। স্থানীয় জনতা ও পুলিশের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে বেশ ক্ষতি হয়ে যায় ট্রাকটির।
এর আগে বিকেল সাড়ে ৪টার দিকে সদরের চারমাথা ও মাটিডালী এলাকায় দু’টি ট্রাকে আগুন দেয় অবরোধকারীরা।
বাংলাদেশ সময়: ২১২৬ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৫