ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

রাজনীতি

ভোলায় বিএনপি নেতা কাজী মনজুর ফের আটক

ডিস্ট্রিক্ট করেপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩১ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৫
ভোলায় বিএনপি নেতা কাজী মনজুর ফের আটক ছবি: প্রতীকী

ভোলা: ভোলার চরফ্যাশন উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ও জিন্নাগড় ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান কাজী মনজুর হোসেনকে ফের আটক করেছে গোয়েন্দা পুলিশ।

সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জেলা কারাগারের গেট থেকে তাকে আটক করা হয়।



কাজী মনজুর উপজেলার পৌর ২ নম্বর ওয়ার্ডের দক্ষিণ ফ্যাশন এলাকার মৃত আবুল হোসেনের ছেলে।

২০১৩ সালের নভেম্বরে একটি ডাকাতি মামলায় ২ মাসের বেশি সময় জেলে থাকার পর সোমবার জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক আ.ক.ম জহিরুল হক তাকে জামিনে মুক্তি দেন। এরপর কারাগার থেকে বেরিয়ে আসার সময় তাকে আবার আটক করা হয়।

ভোলা গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিদর্শক হারুন অর রশিদ বাংলানিউজকে জানান, হরতাল ও অবরোধে নাশকতা সৃষ্টি করতে পারে, এমন আশঙ্কায় কাজী মনজুকে আটক করা হয়েছে।

চরফ্যাশনে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার বাংলানিউজকে জানান, কাজী মজুরের বিরুদ্ধে থানায় মামলা ছিল, তাকে ডিবি পুলিশ আটক করেছে বলে শুনেছি।

বাংলাদেশ সময়: ২১৩১ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।