ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

রাজনীতি

নৈরাজ্য প্রতিহতের আহ্বান রওশনের

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৭ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৫
নৈরাজ্য প্রতিহতের আহ্বান রওশনের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ

ঢাকা: হরতালের নামে নৈরাজ্য সৃষ্টি করা হচ্ছে। চোরাগোপ্তা হামলা, পেট্রোল বোমা নিক্ষেপ, রেললাইন উৎপাটন, ট্রাক ড্রাইভার, শিশুসহ মানুষ পোড়ানোর মতো বিভীষিকাময় কার্যক্রম চলছে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ, এমপি।



সোমবার (১৯ জানুয়ারি) এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।

বিরোধীদলীয় নেতা দলমত নির্বিশেষে জনগণকে সম্পৃক্ত করে ধ্বংসযজ্ঞ প্রতিহত করার বাস্তব পদক্ষেপ গ্রহণেরও আহ্বান জানান।

বিবৃতিতে রওশন এরশাদ বলেন, বিরোধিতার নামে যে নৈরাজ্য ও অরাজকতা শুরু হয়েছে, সেই নৈরাজ্যের কবলে পড়েছে খেটেখাওয়া দিনমজুরসহ নারী-পুরুষ-শিশু তথা সাধারণ মানুষ। এই সাধারণ মানুষেরা কোনো রাজনীতি করে না অথচ তারাই আজকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

তিনি বলেন, আজকে দিনমজুররা অনাহারে দিনাতিপাত করছেন। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ সদস্যও এ আক্রমণের শিকার হয়েছেন। ছাত্রছাত্রীদের লেখাপড়ার ক্ষতি হচ্ছে। ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে, এসএসসি পরীক্ষা। এ ধরনের নৈরাজ্য চললে দেশের লাখ লাখ ছাত্রছাত্রীর পাবলিক পরীক্ষায় অংশগ্রহণ কঠিন হয়ে দাঁড়াবে।

তিনি আরো বলেন, সম্পদ, যানবাহন জ্বলেপুড়ে ছারখার হয়েই চলছে। বোমা হামলায় ঝলসে যাওয়া মানুষগুলো কাতরাচ্ছে বিভিন্ন হাসপাতালের বার্ন ইউনিটে। সহিংসতায় ইতোমধ্যে প্রায় ৫০ জন প্রাণ হারিয়েছেন। ২০০ জনের মতো রোগী বিভিন্ন হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন। এ ধরনের কর্মসূচিতে ব্যবসায়ীদের মধ্যে চলছে আহাজারি। গত দুইশ বছরের ইতিহাসে এ দেশে এ ধরনের সহিংস ঘটনা আর ঘটেনি!

পেট্রোল বোমার বিভীষিকা বন্ধ করার বিষয়ে সোচ্চার হয়ে সুশীল সমাজসহ দেশের ব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ।

বাংলাদেশ সময়: ২১৪৮ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।