ঢাকা: আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অবরোধ কর্মসূচি প্রত্যাহার না করায় আশাহত হয়েছে আওয়ামী লীগ।
সোমবার (১৯ জানুয়ারি) রাত নয়টায় দিকে রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
হাছান মাহমুদ বলেন, আমরা আশা করেছিলাম সংবাদ সম্মেলনে খালেদা জিয়া জনগণের কাছে ক্ষমা চেয়ে অবরোধ প্রত্যাহারের ঘোষণা করবেন। তিনি তা না করে আবারও সহিংসতার কর্মসূচি অব্যাহত রাখলেন।
তিনি বলেন, বিএনপির এ অবরোধ কোনো রাজনৈতিক কর্মসূচি নয়। এটা পেট্রোল বোমার কর্মসূচি, মানুষ হত্যার কর্মসূচি।
সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২১৩৮ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৫