ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

রাজনীতি

বুধ-বৃহস্পতিবার সব শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদলের ধর্মঘট

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০১ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৫
বুধ-বৃহস্পতিবার সব শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদলের ধর্মঘট

ঢাকা: আগামী বুধ ও বৃহস্পতিবার (২১ ও ২২ জানুয়ারি) দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মঘটের ডাক দিয়েছে ছাত্রদল।

সংগঠনের নেতাকর্মীদের হত্যা, গুম, গ্রেফতার, শিক্ষাঙ্গনে ছাত্রলীগের অব্যাহত সন্ত্রাস, চাঁদাবাজি, দখলদারিত্বের অভিযোগ তুলে এর প্রতিবাদে এবং অবরুদ্ধ গণতন্ত্র পুনরুদ্ধার ও গণমানুষের ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠার দাবিতে এ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপির ছাত্রসংগঠনটি।



সোমবার (১৯ জানুয়ারি) রাতে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক মো. আকরামুল হাসান এক বিবৃতিতে ওই দু’দিন সকল শিক্ষা প্রতিষ্ঠানে সর্বাত্মক ছাত্র ধর্মঘট পালনের আহবান জানান।

কর্মসূচি ঘোষণার বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন ছাত্রদলের দফতর সম্পাদক আবদুস সাত্তার পাটওয়ারী।

বাংলাদেশ সময়: ২২৫৮ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।