ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

রাজনীতি

মনোহরগঞ্জে আ’লীগ- বিএনপি সংঘর্ষ, আহত ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৮ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৫
মনোহরগঞ্জে আ’লীগ- বিএনপি সংঘর্ষ, আহত ৪

কুমিল্লা: কুমিল্লার মনোহরগঞ্জে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ‍চারজন আহত হয়েছে।

  সংঘর্ষ চলাকালে সাতটি দোকানপাট ভাঙচুর এবং তিনটি দোকানে অগ্নিসংযোগ করা হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার ধাতঘর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।  

মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই রাত সাড়ে ১১টায় বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে জানান, এখন পরিস্থিতি প্রশাসনের নিয়ন্ত্রণে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।

সংঘর্ষে আহতদের পরিচয় পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ০০২১ ঘণ্টা,  জানুয়ারি ২০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।