বরিশাল: গাছ কেটে মহাসড়ক অবরোধ ও গাড়ি পোড়ানোর অভিযোগে বরিশালের গৌরনদী ও আগৈলঝাড়া থানা পুলিশ সোমবার (১৯ জানুয়ারি) বিএনপির দুই নেতা, এক কর্মী ও জামায়াতের এক নেতাকে আটক করেছে।
গৌরনদী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাত হোসেন বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে বার্থী ইউনিয়ন বিএনপির সভাপতি ও গৌরনদী উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক আবুল কালাম খানকে তার নিজ বাড়ি রামসিদ্ধি থেকে গ্রেফতার করা হয়।
এরপর রাতে গৌরনদী জামে মসজিদে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৭৯তম জন্মবার্ষিকী পালন শেষে বাড়ির ফেরার পথে গৌরনদী পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহ আলম ফকিরকে গ্রেফতার করা হয় ।
গ্রেফতার দুই নেতার বিরুদ্ধে গাছ কেটে মহাসড়ক অবরোধ ও গাড়ী পোড়ানোর মামলা রয়েছে বলে জানান ওসি।
অপরদিকে আগৈলঝাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, সহিংসতা ঘটানোর অভিযোগে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার আগৈলঝাড়ার উপজেলার বাকাল ইউনিয়নের বাকাল অভিযান চালিয়ে গ্রামের করিম ফকিরের পুত্র বিএনপিকর্মী কবীর ফকির ও যবসেন গ্রামের লাল মিয়ার পুত্র জামায়াত নেতা আবুল কালাম আজাদকে গ্রেফতার করা হয়েছে।
বাংলাদেশ সময়: ০৫১১ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৫