ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

রাজনীতি

শাহজাদপুরে ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৩ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৫
শাহজাদপুরে ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর ছবি: প্রতীকী

ঢাকা: রাজধানীর গুলশানের শাহজাদপুরে অবরোধের সমর্থনে একটি ঝটিকা মিছিল বের করেছে জামায়াত-শিবিরকর্মীরা। এসময় তারা আতঙ্ক ছড়াতে ৭-৮টি ককটেল বিস্ফোরণ ঘটায় এবং রাস্তায় চলাচলরত ৬-৭টি গাড়ি ভাঙচুর করে।



মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল সোয়া ৭টার দিকে শাহজাদপুরের প্রগতি সরণিতে এ মিছিল বের করা হয়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে ২০-২৫ জন জামায়াত-শিবিরকর্মী প্রগতি সরণিতে ঝটিকা মিছিল বের করে। এসময় তারা আতঙ্ক ছড়াতে প্রায় ৭-৮টি ককটেলের বিস্ফোরণ ঘটায় এবং রাস্তায় চলাচলরত ৬-৭ গাড়ি ভাঙচুর করে।

তবে, খবর পেয়ে সংশ্লিষ্ট থানা পুলিশের টহল গাড়ি ঘটনাস্থলে আসতে থাকলে পালিয়ে যায় অবরোধ সমর্থকরা।

অবশ্য গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, তিনি এ ধরনের ঘটনা শোনেননি।

বাংলাদেশ সময়: ০৭৪৯ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।