সাভার: ৭ ফেব্রুয়ারি বাংলাদেশ কৃষক-শ্রমিক-জনতা লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাভার উপজেলা কৃষক-শ্রমিক-জনতা লীগের নেতাকর্মীদের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় সাভার রেডিও কলোনিতে অবস্থিত দলটির উপজেলা কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সাভার উপজেলা কৃষক-শ্রমিক-জনতা লীগের সভাপতি আবু ইউসুফ খানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলটির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান খোকা (বীরপ্রতীক)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, আইন বিষয়ক সম্পাদক মাহবুব হোসেন রানা।
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষক-শ্রমিক-জনতা লীগের সাধারণ সম্পাদক মনজুর মোরশেদ সেলিম, সাভার উপজেলা যুব আন্দোলনের আহ্বায়ক মহিদুল ইসলাম, পৌর কমিটির আহ্বায়ক আক্কাস আলী, খলিলুর রহমান সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বাংলাদেশ সময়: ০৮৩৩ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৫