নোয়াখালী: নোয়াখালী জেলা শহর মাইজদীতে ছাত্রলীগের এক নেতাকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনায় সালাউদ্দিন (২০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
সোমবার (১৯ জানুয়ারি) রাত ৮টার দিকে জেলা শহরের গোদার মসজিদ এলাকায় এ ককটেল নিক্ষেপের ঘটনা ঘটে।
আটক সালাউদ্দিন জেলার বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভার নাজিরপুর গ্রামের নুরুজ্জামানের ছেলে।
স্থানীয়রা বাংলানিউজকে জানায়, রাত পৌনে ৮টার দিকে শহরের সোনাপুর-মাইজদীর প্রধান সড়কের গোদার মসজিদ এলাকায় নিজ বাড়ির সামনে দাঁড়িয়ে বন্ধুদের সঙ্গে কথা বলছিলেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফজলুল হক সুজন। এসময় সালাউদ্দিনসহ দুই যুবক মোটরসাইকেলে করে এসে তাদের লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে। ককটেলটি বিস্ফোরিত হলেও বন্ধুদের নিয়ে দ্রুত সেখান থেকে সরে যাওয়ায় তারা কেউ আহত হননি।
স্থানীয় লোকজন এসময় ধাওয়া করে সালাউদ্দিনকে আটক করলেও তার সঙ্গী মোটরসাইকেল নিয়ে পালিয়ে যান। পরে সালাউদ্দিনকে পুলিশে সোপর্দ করা হয়।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বাংলানিউজকে জানান, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বাংলাদেশ সময়: ০৯২১ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৫