খাগড়াছড়ি: খাগড়াছড়িতে ২০ দলীয় জোটের ডাকা টানা ৩৬ ঘণ্টার হরতাল শুরু হয়েছে।
বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়াকে দলীয় কার্যালয়ে অবরুদ্ধ করে রাখা, চট্টগামসহ দেশব্যাপী নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদ ও মুক্তির দাবিতে এ হরতালের ডাক দেওয়া হয়।
হরতালের কারণে অভ্যন্তরীণ ও দূরপাল্লা সড়কে যানবাহন চলাচল ও সব ধরনের দোকানপাট বন্ধ রয়েছে।
সকাল থেকে হরতালের সমর্থনে বিএনপি নেতাকর্মীদের মাঠে দেখা যায়নি বা কোনো পিকেটিংয়ের খবর পাওয়া যায়নি।
এদিকে, অপ্রীতিকর ঘটনা মোকাবেলায় জেলার গুরুত্বপূর্ণ সড়কে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সকাল থেকে পৌনে ১০টা পর্যন্ত জেলার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
বাংলাদেশ সময়: ০৯৫৬ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৫