ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

রাজনীতি

বরিশালে শিবিরের বিক্ষোভ মিছিল, ককটেল বিস্ফোরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৭ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৫
বরিশালে শিবিরের বিক্ষোভ মিছিল, ককটেল বিস্ফোরণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরিশাল: ২০ দলীয় জোটের অনির্দিষ্টাকালের অবরোধে মঙ্গলবার বরিশালে ছাত্রশিবির কর্মীরা বিক্ষোভ মিছিল ও ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল ৮টায় নগরীর কাশিপুরের বাড়ৈয্যের হাট এলাকায় শিবির কর্মীরা সড়কে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করে।

এসময় তারা একটি ককটেলের বিস্ফোরণ ঘটায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে শিবির কর্মীরা পালিয়ে যায়।

এদিকে, হরতালের কারণে শহরে তেমন কোনো প্রভাব পড়েনি। নগরীর জীবনযাত্রা স্বাভাবিক রয়েছে। গুরুত্বপূর্ণ স্থানগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্কাবস্থায় থাকতে দেখা গেছে।

সকাল থেকে নথুল্লাবাদ থেকে দূরপাল্লার পরিবহন ছেড়ে গেছে বলে জানিয়েছে ঈগল পরিবহনের ম্যানেজার মো. সোহেল।

রূপাতলী থেকে অভ্যন্তরীণ সব রুটে বাস চলাচল করছে। লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে।

বাংলাদেশ সময়: ১০৪৭ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।