ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

রাজনীতি

দেশে কোনো রাজনৈতিক সংকট নেই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৩ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৫
দেশে কোনো রাজনৈতিক সংকট নেই মাহাবুব-উল আলম হানিফ

ঢাকা: দেশের পরিস্থিতি অস্বাভাবিক নয় ও দেশে কোনো রাজনৈতিক সংকট নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ।

মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে রাজধানীর ধানমণ্ডি ৩ নম্বরে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।



হানিফ বলেন, দেশের পরিস্থিতি অস্বাভাবিক নয়। জঙ্গিবাদী ও নাশকতামূলক কর্মকাণ্ডের নিয়ন্ত্রণ আইন-শৃঙ্খলা বাহিনী করবে। এখন যে পরিস্থিতি বিরাজ করছে তা দ্রুতই স্বাভাবিক হয়ে যাবে।

দেশে কোনো রাজনৈতিক সংকট নেই মন্তব্য করে হানিফ বলেন, পেট্রোল বোমা দিয়ে মানুষ মারা কী রাজনৈতিক সংকট? খালেদা জিয়া কী এগুলোকে রাজনৈতিক কর্মকাণ্ড মনে করেন? এগুলো সন্ত্রাসী কর্মকাণ্ড। এসব কর্মকাণ্ড বন্ধে আইন-শৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নিয়েছে।

বিএনপির সভা-সমাবেশ করা প্রসঙ্গে তিনি বলেন, কোথায় বিএনপিকে সভা-সমাবেশ করতে দেওয়া হচ্ছে না? গত এক বছরে ১১টি জনসভা করেছেন খালেদা জিয়া।

গত ১৫ দিন ধরে বিএনপি দেশের বিরুদ্ধে ‘যুদ্ধ’ করছে মন্তব্য করে হানিফ বলেন, খালেদা জিয়া দেশকে ব্যর্থ বানাতে ‘উন্মাদ’ হয়ে গেছেন। মঙ্গলবার (১৯ জানুয়ারি) তিনি ফের মানুষ মারার রাজনীতির আহ্বান জানিয়েছেন।

সন্ত্রাসী কর্মকাণ্ডের দায় সরকারের ওপর চাপিয়ে খালেদা জিয়া ‘নির্লজ্জ মিথ্যাচার’ করছেন মন্তব্য করে হানিফ বলেন, বিএনপি শীর্ষ নেতাদের নির্দেশে বোমাবাজি হচ্ছে। এজন্য আমরা বলেছি, জড়িতদের পাশাপাশি হুকুমদাতাদের বিচার হবে।

তিনি বলেন, খালেদা জিয়া মানুষ হত্যার নিষ্ঠুর রাজনীতি করছেন।

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।