ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

রাজনীতি

সিলেটে বুধবার সকাল-সন্ধ্যা হরতাল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৭ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৫
সিলেটে বুধবার সকাল-সন্ধ্যা হরতাল

সিলেট: টানা অবরোধের মধ্যে বুধবার (২১ জানুয়ারি) সিলেটে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে ২০ দলীয় জোট।

মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক কমিটির সদস্য এমরান আহমদ চৌধুরী বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।


 
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ‘অবরুদ্ধ’ করে রাখা‍র প্রতিবাদ এবং ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সিটি মেয়র আরিফুল হক চৌধুরীসহ জাতীয় ও স্থানীয় নেতাকর্মীদের মুক্তি দাবিতে এ হরতাল আহ্বান করা হয়েছে বলে জেলা বিএনপি সূত্রে জানা যায়।

সিলেটের জনগণকে স্বত‍ঃস্ফূর্তভাবে এ হরতাল পালনের আহ্বান জানিয়েছেন বিএনপি নেতা এমরান আহমদ চৌধুরী।

বাংলাদেশ সময়: ১৪২২ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।