ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

রাজনীতি

যশোরে বুধবার সকাল-সন্ধ্যা হরতাল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৯ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৫
যশোরে বুধবার সকাল-সন্ধ্যা হরতাল

যশোর: খুলনা ও ঢাকা বিভাগে বুধ ও বৃহস্পতিবার (২১ ও ২২ জানুয়ারি) বিএনপির পূর্বঘোষিত হরতালের মধ্যে বুধবার যশোরে নতুন করে হরতালের ডাক দিয়েছে জেলা বিএনপি।
 
সারাদেশে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও গ্রেফতার, যৌথবাহিনীর অভিযানের নামে বিএনপি নেতাকর্মীদের বাড়িঘরে পুলিশি তাণ্ডবের প্রতিবাদে এ হরতালের ডাক দেওয়া হয়েছে।



মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ সাবেরুল হক সাবু বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বুধ ও বৃহস্পতিবার কেন্দ্রীয় বিএনপির পূর্বঘোষিত হরতাল কর্মসূচির ব্যাপারে তিনি বলেন, কেন্দ্র বুধ ও বৃহস্পতিবার হরতাল ডেকেছে বিষয়টি আমাদের জানা নেই। কেন্দ্র ও  বিভাগীয় নেতাদের সঙ্গে কর্মসূচির ব্যাপারে তাদের যোগাযোগ হয় না বলেও জান‍ান তিনি।

এরআগে, সোমবার রাতে নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের, গ্রেফতার ও নির্যাতনের প্রতিবাদে খুলনা ও ঢাকা বিভাগে বুধ ও বৃহস্পতিবার হরতালের ডাক দেয় কেন্দ্রীয় বিএনপি।
                   
বাংলাদেশ সময়: ১৫০৭ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।