ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

রাজনীতি

মণিরামপুরে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪০ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৫
মণিরামপুরে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

যশোর: যশোরের মণিরামপুর উপজেলার সাত নম্বর খেদাপাড়া ইউনিয়নের যুবলীগের যুগ্ম আহ্বায়ক শাহীন ওরফে ঠুঁটেকে (৩৫) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে উপজেলার কাশিপুর আলিম মাদ্রাসার পাশে মাঠে এ ঘটনা ঘটে।



শাহীন স্থানীয় লুৎফর রহমানের ছেলে। মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা খবির আহম্মেদ বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানায়, যুবলীগ নেতা শাহীন সাবেক এমপি টিপু সুলতানের সঙ্গে রাজনীতি করতেন। দুপুরে অজ্ঞাতনামা আট/১০ জনের একদল দুর্বৃত্ত তাকে কুপিয়ে হত্যা করে। এরপর বোমার বিস্ফোরণ ঘটিয়ে তারা পালিয়ে যায়।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।