ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

রাজনীতি

রাজশাহী কলেজের অধ্যক্ষের কার্যালয় ভাঙচুর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৫ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৫
রাজশাহী কলেজের অধ্যক্ষের কার্যালয় ভাঙচুর

রাজশাহী: রাজশাহী কলেজের অধ্যক্ষের কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ উঠেছে ছাত্রলীগকর্মীদের বিরুদ্ধে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুর একটার দিকে এ ভাঙচুরের ঘটনা ঘটে।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।   

প্রত্যক্ষদর্শীরা জানান, রাজশাহী কলেজ ক্যাম্পাসে দুপুর পৌনে একটার দিকে বিক্ষোভ মিছিল বের করে ছাত্রলীগ কর্মীরা। এসময় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে কয়েকটি দলে বিভক্ত হয়ে অবস্থান নেয় ছাত্র শিবিরের কর্মীরা। এক পর্যায়ে ছাত্র শিবিরের এক কর্মীকে বেধড়ক মারধর করে ছাত্রলীগকর্মীরা।

এ সময় কলেজ অধ্যক্ষ অধ্যাপক হবিবুর রহমান ওই শিবিরকর্মীকে ছাত্রলীগ কর্মীদের কবল থেকে উদ্ধার করে কলেজ ক্যাম্পাস থেকে নিরাপদে বের করে দেন।

এতে ছাত্রলীগকর্মীরা ক্ষুব্ধ হয়ে অধ্যক্ষের কার্যালয়ের দরজা ও জানালা ভাঙচুর করে।

ওই সময় অধ্যক্ষের কার্যালয়ের পাশে স্টাফ কক্ষে কোয়ান্টাম মেথড রাজশাহী শাখার সেমিনার চলছিল।

ছাত্রলীগকর্মীরা সেখানে ঢুকে একটি ল্যাপটপ ও প্রজেক্টর ভাঙচুর করে। পরে খবর পেয়ে রাজশাহী কলেজ ক্যাম্পাসে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বোয়ালিয়া থানা পুলিশ।

এদিকে, ভাঙচুরের পর কলেজ ক্যাম্পাসে আবারও বিক্ষোভ মিছিল করে ছাত্রলীগকর্মীরা। মিছিল শেষে সারওয়ার রনি নামে কলেজ শাখার ছাত্রশিবিরের এক নেতাকে আটক করে পুলিশে সোপর্দ করে তারা।

রনি পদার্থ বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। বাগমারা উপজেলার দ্বীপপুর এলাকার আবুল কাশেমের ছেলে রনি।

তবে রাজশাহী কলেজ শাখার ছাত্রলীগের সভাপতি রবিন ভাঙচুরের অভিযোগ অস্বীকার করে বলেন, ছাত্রশিবিরের ক্যাডাররা কলেজের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করার পরিকল্পনা করছে। তারা ছাত্রলীগ নেতাকর্মীদের ওপর হামলার চেষ্টা করলে তাদের প্রতিহত করা হয়েছে।

অধ্যক্ষ অধ্যাপক হবিবুর রহমান জানান, বর্তমানে কলেজের পরিবেশ স্বাভাবিক রয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

দোষীদের শিগগিরই চিহ্নিত করে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান কলজের অধ্যক্ষ।

বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর হোসেন খন্দকার বলেন, কারা হামলা ও ভাঙচুর করেছে তা খতিয়ে দেখা হচ্ছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। কলেজ কর্তৃপক্ষ থানায় কোনো অভিযোগ করেননি।

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।